সিলেটটুডে ডেস্ক

২৮ মার্চ, ২০১৬ ১৮:২১

এক মাসের মধ্যে কমছে জ্বালানি তেলের দাম

এক মাসের মধ্যে ফার্নেস তেলের দাম কমবে ও অন্যান্য জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সচিবালয়ে নিজ কার্যালয়ে সোমবার তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। গত দুই বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে। সাম্প্রতিক ইতিহাসে বিশ্ববাজারে তেলের দাম এখন সবচেয়ে কম। দেড় বছরে তেলের দাম কমেছে ৮০ শতাংশের বেশি।

এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের দাম আন্তর্জাতিক দামের সাথে পুরোপুরি সমন্বয় বা সমান্তরাল না করে কিছু কমানোর পক্ষে গত ২৮ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়কে মত দিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।

ওই সূত্রে জানা গেছে, প্রতি  লিটার অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম ৫ থেকে ৮ টাকা কমানো হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত