সিলেটটুডে ডেস্ক

১১ জুন, ২০১৬ ১৩:৩০

নিত্যরঞ্জন হত্যায় আইএসের দায় স্বীকার

পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ শনিবার আইএস এর বার্তা সংস্থা আমাক'র বরাত দিয়ে এ খবর জানিয়েছে। খবরেবলা হয়েছে, 'আইএসের যোদ্ধারা উত্তরাঞ্চলের জেলা পাবনায় এক হিন্দুকে হত্যা করেছে।'

গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করে। নিত্যরঞ্জন পাণ্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু এলাকার মৃত রশিক লাল পাণ্ডের ছেলে। তিনি প্রায় ৩৮ বছর ওই আশ্রমের সেবক হিসেবে কর্মরত ছিলেন।

প্রতিদিনের মতো শুক্রবার ভোরে রাস্তায় হাঁটতে বেরিয়ে ছিলেন নিত্যরঞ্জন পাণ্ডে। পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান গেটে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তার ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নিত্যরঞ্জন পাণ্ডে। 

আপনার মন্তব্য

আলোচিত