সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৬ ১৪:৫৯

ঋণ শোধ না করায় সালমান এফ রহমানের বাড়ি নিলামে

জিএমজি এয়ারলাইন্সের নামে সোনালী ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করায় দেশের শীর্ষ অন্যতম শীর্ষ ব্যবসায়ী সালমান এফ রহমানের ধানমন্ডির বাড়ি নিলামে তোলা হয়েছে।

গত ১২ জুলাই দৈনিক ইত্তেফাকে বিজ্ঞপ্তি দিয়ে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ৩০ মে পর্যন্ত জিএমজির কাছে ব্যাংকের মোট পাওনা ২২৮ কোটি ১৯ লাখ টাকা। সেজন্য সালমান এফ রহমান এবং তার বড় ভাই সোহেল এফ রহমানের মালিকানাধীন ধানমন্ডির ওই বাড়ি বন্ধকী সম্পত্তি হিসাবে নিলাম করে টাকা আদায়ের উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।



ওই টাকা ফেরত না দেওয়ায় ৩ আগস্ট ব্যাংকের মতিঝিল অফিসে ওই বাড়ির নিলাম হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধানমন্ডির ২ নম্বর রোডের ১৭ নম্বর প্লটে (নতুন) ১ বিঘা (৩৩ শতাংশ) জমি ও তার উপরের ভবনসহ সব স্থাপনা এই নিলামে উঠবে।

সালমান এফ রহমান অবশ্য ৩ অগাস্টের আগেই সোনালী ব্যাংকের সঙ্গে বিষয়টি মিটিয়ে ফেলার বিষয়ে আশাবাদী। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন , " ৩ অগাস্ট নিলামের আগেই আমরা বিষয়টি সেটেল করে ফেলব। আমরা আগেই এ বিষয়ে হাই কোর্ট থেকে স্থগিতাদেশ নিয়ে রেখেছি। সে কারণে।"

তব সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিদার মো. আব্দুর রব  বলেছেন, "বিজ্ঞপ্তি অনুযায়ী ৩ আগস্ট নিলাম হবে"।
আলালতের স্থগিতাদেশ তারা এখনো অবগত নন বলে জানান।

আপনার মন্তব্য

আলোচিত