সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৬ ১৮:২৮

জঙ্গিবাদ দমনে সরকার গোঁজামিল দেওয়ার চেষ্টা করছে : রিজভী

জঙ্গিবাদ দমনে সরকার গোঁজামিল দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

এসময়  রিজভী, সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য যারা আন্দোলন করছে, তাদের ওপর পুলিশের হামলা চালানোর নিন্দা জানিয়ে বলেন, সরকার দেশ ও জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের মনোবাসনাকে প্রাধান্য দিচ্ছে।

তিনি বলেন, ‘এ সরকার কাদের সরকার? এ সরকার হচ্ছে নতজানু সরকার। ভিন্ন একটি শক্তির শুধু পদলেহন করতে গিয়ে, তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে, তারা দেশকে জাহান্নামের দিকে ঠেলে দিতে দ্বিধা করছে না। একের পর এক অজানা চুক্তির মধ্য দিয়ে তারা দেশ বিক্রি করছে।’

সরকার জনগণের মতামত উপেক্ষা করছে বলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ‘কেন জঙ্গিবাদ দমনে গোঁজামিল দেওয়া হচ্ছে? যা সত্য তা নিয়ে জনগণের মধ্যে কোনো হতাশা দেখা দেয় না। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেনি। কল্যাণপুরের ঘটনা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে কেন?’

আপনার মন্তব্য

আলোচিত