সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৬ ১২:১১

আজ মহাসপ্তমী

ঢাকের শব্দে মুখরিত চারপাশ। শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার মহাসপ্তমী। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমে শুরু হয় আজকের দিনের কার্যক্রম।

পরবর্তীতে পঞ্জিকা অনুসারে সকাল ৮টা ৫৭ মিনিটের মধ্যে দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। এভাবে উৎসব চলবে আগামী মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন। 

এ বছর  সারাদেশে মোট ২৯ হাজার ৩৯৫টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। 

এর আগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার ষষ্ঠীপূজার মাধ্যমে সূচনা হয় শারদোৎসবের। এদিন দুর্গতিনাশিনী দেবীর অধিষ্ঠান, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এদিন সকাল ৮টা ৩১ মিনিটের মধ্যে ছিল ষষ্ঠ্যাদি কল্পারম্ভ। এ সময় বেলতলা কিংবা বেলগাছের নিচে দেওয়া হয় ষষ্ঠীপূজা। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস ছাড়াও সব মণ্ডপে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগআরতির আয়োজন করা হয়

আপনার মন্তব্য

আলোচিত