সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৬ ১৩:৪৮

ছাত্র পরিচয় দিয়ে কাগমারার বাড়িটি ভাড়া নেয় দুই 'জঙ্গি'

ছাত্র পরিচয়ে দুই 'জঙ্গি' টাঙ্গাইলের ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বলে জানিয়েছেন বাড়িওয়ালা আজাহার আলী মাস্টার তিনি বলেন, ‘২৭ সেপ্টেম্বর ছাত্র পরিচয়ে দু'জন বাসা ভাড়া নেয়। পরিচয়পত্র চাইলে তারা সাত দিনের সময় চায়। আজ (শনিবার) পরিচয়পত্র দেওয়ার কথা ছিল তাদের।’

বাড়িওয়ালা জানান, বাড়ি ভাড়া দিয়েই তিনি তাবলীগ জামায়াতে চলে যান। এজন্য ওই দুজনের নামও তার মনে নেই। তার তিন তলা বাড়িটির নিচ তলা ভাড়া নিয়েছিল ওই দুজন।

এদিকে, র‌্যাব-১২ এর কমান্ডার শাহাবুদ্দিন খান বলেন, ‘বিশ্বস্ত সূত্রে খবর পাই যে, ওই বাড়িতে জঙ্গি আস্তানা গড়ে তোলা হয়েছে। পরে খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হই বিষয়টি। ভেতর থেকে আল্লাহু আকবর বলে গুলি ছোড়ে জঙ্গিরা। আমরাও পাল্টা গুলি ছুড়ি। তাতে দুই জঙ্গি নিহত হয়।’

টাঙ্গাইলের কাগমারা এলাকার ওই বাসায় শনিবার (৮ অক্টোবর) সকালের র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়।

আপনার মন্তব্য

আলোচিত