সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৬ ২২:৫৯

বিব্রতকর তথ্য আসতে পারে তাই জঙ্গিদের মেরে ফেলা হচ্ছে : নজরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সন্দেহভাজন যেসব জঙ্গিকে খুঁজে পাওয়া যাচ্ছে, তাদেরই মেরে ফেলা হচ্ছে। তারা আত্মহত্যা করছে কি না, সেটিও পরিষ্কার নয়। তাদের মেরে ফেলা হলে জঙ্গিবাদের মূলে যাওয়ার সূত্র পাওয়া যাবে না।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নজরুল এই অভিযোগ করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে দেশনেত্রী ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, মানুষ সন্দেহ করছে, জঙ্গিদের মেরে ফেলার কারণ তাদের জিজ্ঞাসাবাদ করা হলে হয়তো এমন লোকের সম্পৃক্ততা বেরিয়ে আসবে, যা সরকারের জন্য বিব্রতকর হতে পারে। ইতিমধ্যে আওয়ামী পরিবারের লোকজনের নাম এসেছে।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার ও সরকারি দলের নেতা-কর্মীরা এখন বেপরোয়া। তারা মনে করে তাদের বিচার হবে না। বর্তমান সরকার স্বাভাবিকভাবেই ক্রমাগত অন্যায়, অপরাধ করে চলেছে। তাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করাটা অস্বাভাবিক নয়। মামলা না হওয়াটাই বরং অস্বাভাবিক।

আপনার মন্তব্য

আলোচিত