নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০১৭ ১৭:৩৬

গাইবান্ধায় তুরিন আফরোজের গাড়িতে হামলার অভিযোগ, আটক ১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। একটি মোটরসাইকেল তাঁকে বহনকারী প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়।

সোমবার (৯ জানুয়ারি) প্রয়াত বাবার দাফন সম্পন্ন করে নীলফামারী থেকে ফেরার পথে গাইবান্ধার পলাশবাড়ীতে হামলার মুখে পড়েন তিনি।

হামলার অভিযোগে ওই মোটরসাইকেলের চালক কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুরিন আফরোজের প্রাইভেটকারটি পলাশবাড়ি মোড় অতিক্রমের সময় একটি সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ওই মোটর সাইকেল গাড়িটিকে ধাক্কা দেয়। এক কিশোর মোটর সাইকেলটি চালাচ্ছিল আর তার বন্ধু পেছনে বসা ছিল।

ব্যারিস্টার তুরিন আফরোজ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটরসাইকেলে দ্রুতগতিতে এসে দুইজন হামলা চালায়। হামলায় আমাকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্থ হয়েছে। দুইজনের মধ্যে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যজন পালিয়ে গেছে।

গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও তিনি অক্ষত আছেন এবং বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন বলে জানান ব্যারিস্টার তুরিন আফরোজ

এ ব্যাপারে পলাশবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আটক কিশোরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

আপনার মন্তব্য

আলোচিত