সিলেটটুডে ডেস্ক

২৭ জুলাই, ২০১৭ ১১:৫১

সরকারি ব্যবস্থাপনায় আজ চেন্নাই যাচ্ছেন সিদ্দিকুর

আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমান

পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে চোখ হারাতে বসা সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে উন্নত চিকিৎসার জন্যে ভারত পাঠাচ্ছে সরকার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসা করা হবে।

সিদ্দিকুরের সঙ্গে চেন্নাই যাচ্ছেন তার বড় ভাই নায়েব আলী। বেলা একটায় ফ্লাইট ছাড়বে।

সিদ্দিকুরের বড় ভাই নায়েব আলী বলেন, ‘চেন্নাই যাচ্ছি। সবাই দোয়া করবেন।’

গত ২০ জুলাই বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন।

এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়। ওই দিন পুলিশের টিয়ার শেলে চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর।

ঘটনার দিনই সিদ্দিকুরকে ভর্তি করা হয় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা বলেছেন, সিদ্দিকুর ডান চোখে আলো দেখছেন না। বাঁ চোখের এক দিক থেকে আলো কিছুটা উপলব্ধি করতে পারছেন।

আপনার মন্তব্য

আলোচিত