সিলেটটুডে ডেস্ক

০২ জুলাই, ২০১৮ ১৫:৪২

কোটা সংস্কার বাস্তবায়নে সময় লাগতে পারে: মন্ত্রীপরিষদ সচিব

সরকারি চাকরিতে কোটা সংস্কার সরকারের উচ্চ পর্যায়ের বিবেচনাধীন। এটি বাস্তবায়নে সময় লাগতে পারে, কমিটি এখনও আনুষ্ঠানিক কাজ শুরু করেনি বলে জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার (২ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রীপরিষদের নিয়মিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে সভাপতিত্বে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংবাদিকদের শফিউল আলম বলেন, মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে কোটার বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের নিচের লেভেলে এখনও ট্রাসমিটেড হয়নি।

কার্যক্রম শেষ হবার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেয়া যায় কি না, একজন সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আমাদের পক্ষে অনুমান করা কঠিন, এটা সময়সাপেক্ষ ব্যাপার।

কোটা সংস্কার নিয়ে গঠিত কমিটি এখনও কাজ শুরু করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, কমিটি আনুষ্ঠানিকভাবে এখনও কাজ শুরু করেনি। তবে শুরু হয়ে যাবে বলে আশা করছি।

আপনার মন্তব্য

আলোচিত