সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৮ ১৩:০২

পত্রিকার নকল ওয়েবসাইট তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

বিভিন্ন জাতীয় পত্রিকার আদলে নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে কামাল হোসেন (২৩) ও মো. আলামিন (৩০) নামের ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, বিভিন্ন পত্রিকার ওয়েবসাইটের আদলে নকল ওয়েবসাইট তৈরি করে তারা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে আসছিল।

দুজনের মধ্যে কামালকে মোহাম্মদপুর থেকে এবং আলামিনকে টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, বৃহস্পতিবার কারওয়ান বাজারের‌ র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মলনে করে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এর আগে ভুয়া ওয়েবসাইট খোলার অভিযোগে আগে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। শনিবার রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে এনামুল হক নামের একজনকে র‍্যাব গ্রেপ্তার করে। এনামুল নিজেকে পিএইচডি গবেষক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

প্রসঙ্গত, নির্বাচন সামনে রেখে গত কয়েক মাসে প্রথম আলো, বাংলা ট্রিবিউন, বিবিসি বাংলার মত বিভিন্ন নিউজ পোর্টালের মত দেখতে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বানোয়াট ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল।

আপনার মন্তব্য

আলোচিত