সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৮ ১৯:২২

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি

‘সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নে’র দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এছাড়া সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওই দুই সংগঠন।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করে ওই দুই সংগঠন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশ গুপ্ত বলেন, ‘আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।’

রানা দাশ আরো বলেন, ‘জাতীয় সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের জন্য আমরা দীর্ঘকাল ধরে আন্দোলন করছি। আমরা আশা করব নির্বাচনী ইশতেহারে এ ঘোষণা থাকবে।’

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘যারাই রাজনীতি করবেন, সংবিধানের প্রতি তাদের মান্যতা থাকতে হবে। চার মূলনীতির কথা বলা হয়েছে। আশা করব প্রত্যেক দল এই চার মূলনীতির প্রতি দায়বদ্ধ থাকেন।’

শাহরিয়ার কবির আরো বলেন, ‘সাম্প্রদায়িক রাজনীতিকে কেউ প্রশ্রয় দেবেন না। বাহাত্তরের সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ ছিল। আমরা সে সংবিধান ফিরে পেতে চাই।’

সংবাদ সম্মেলনে নির্মূল কমিটি ও ঐক্য পরিষদ ১২টি দাবি তুলে ধরে। এরমধ্যে উল্লেখযোগ্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রণালয় গঠন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের অন্তত ১৫ ভাগ ও হরিজন, দলিত, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সন্তানদের পাঁচ ভাগ কোটা সংরক্ষণ। এছাড়াও ২০২৪ সালের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করার দাবি জানান তাঁরা।

বক্তারা এসব দাবি দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত