নিউজ ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৫ ১২:১৬

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে আরেকজন "নাশকতাকারী" নিহত

রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের সঙ্গে "বন্দুকযুদ্ধে" নূরুজ্জামান জনি নামে এক যুবক নিহত হয়েছেন।

রাজধানীর খিলগাঁও এলাকায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নূরুজ্জামান জনি নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি গত শনিবার রাতে মৎস্য ভবন এলাকায় পুলিশের গাড়িতে পেট্রোল বোমা হামলার সঙ্গে জড়িত বলে দাবি করেছে পুলিশ।রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১।
 
মঙ্গলবার ভোররাতে খিলগাঁওয়ের তিলপা পাড়া এলাকায় 'বন্দুকযুদ্ধের' এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান।
 
নিহত জনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। জনি বিভিন্ন সময় তার সহযোগীদের বোমা ও টাকা সরবরাহ করতেন বলেও জানিয়েছেন উপ-কমিশনার মাসুদুর রহমান।
 
তিনি বলেন, 'মঙ্গলবার ভোররাত ৩টার দিকে খিলগাঁওয়ের তিলপা পাড়া অভিযানে যায় পুলিশ। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছোড়লে জনি আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
 
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা ও একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত