সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০২০ ০০:২১

অসুস্থ বস্ত্রমন্ত্রীকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

বস্ত্র ও পাটমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। রোববার সকালে তিনি সিঙ্গাপুর যাবেন। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।

গত ৬ জানুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গোলাম দস্তগীর গাজী। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শনিবার (১১ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গত ৬ জানুয়ারি থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার দুপুর থেকে নিবিড় পর্যবেক্ষণে কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উন্নত চিকিৎসার জন্য রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে

মন্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত