সিলেটটুডে ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২০ ১৯:৫২

আশুলিয়ায় 'জঙ্গি আস্তানা' ঘিরে রেখেছে পুলিশ, নারী আটক

সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে দুই তলা একটি ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে আশুলিয়ার গকুল নগর এলাকায় অবস্থিত ওই ভবন থেকে এক নারীকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে গোকুলনগর বাজার সংলগ্ন একটি দুই তলা বাড়ি ঘিরে রাখেন পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে রাত রাত ৭টার দিকে এক নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রিজাউল হক দিপু।

জানা গেছে, বাড়িটির মালিক প্রবাসী আক্তার হোসেন। ১ বছর ধরে দুই তলা ওই বাড়িটি নির্মাণ করা হয়। জানুয়ারির প্রথম দিকে এক দম্পতি বাড়িটি ভাড়া নিয়েছেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে বলে জানান।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই বাড়িতে জঙ্গি সদস্য, বিস্ফোরক দ্রব্য ও গোলা বারুদ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘেরাও করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত