সিলেটটুডে ডেস্ক

১৬ জানুয়ারি, ২০২০ ২২:০১

ভোটের তারিখ নির্ধারণে কমিশনের সতর্ক থাকা উচিত ছিল : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরস্বতী পূজার দিন নির্বাচনের তারিখ নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের সতর্ক থাকা উচিত ছিল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আদালত এখন যে আদেশ দিয়েছে তা সবার মেনে নেয়া উচিৎ। সিটি নির্বাচনে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে আছে। আচরণবিধি মেনে চলতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিদেশী এক সংস্থার জরিপে দেখা গেছে সরকারের জনপ্রিয়তা বেড়েছে। দেশ ঠিকভাবেই চলছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর সরকারের কোন বাঁধা বা চাপ নেই। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন নির্বাচন নিয়ে কোন বাড়াবাড়ি না করতে। আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে নির্বাচন কমিশন চাইলেই আইন প্রয়োগ করতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত