সিলেটটুডে ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২০ ১৫:২৪

আগামী দুইদিন বৃষ্টির সম্ভাবনা, বাড়বে শীত

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কিন্তু এখনও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। আগামী দুইদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অফিস জানায়, রংপুর-রাজশাহীর বিভিন্ন স্থানের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর সেটা হলো ৬ দশমিক ৩ ডিগ্রি। শীতে উত্তরাঞ্চলের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।।

এছাড়া, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুণ্ড ও শ্রীমঙ্গলের ওপর দিয়েও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।

রুহুল কুদ্দুস বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশের তাপমাত্রা একটু বাড়বে। তবে ১ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা আবার কমে যাবে। অর্থাৎ ফেব্রুয়ারির শুরুটা বেশ জবরদস্ত শীত দিয়ে শুরু হবে।

আপনার মন্তব্য

আলোচিত