সিলেটটুডে ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০২০ ১৩:৩১

চীনফেরত শিক্ষার্থীকে রমেক থেকে ঢাকায় স্থানান্তর

জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থী আলামিনকে (২৪) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এদিকে চীনফেরত আরেক শিক্ষার্থী তাশদীদ হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে এখানে আরও একদিন পর্যবেক্ষণে রাখা হবে।

সোমবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে জানিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র বলেন, আলামিনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের ঢাকার উদ্দেশে রওনা হবে।

এছাড়া আলামিনের শারীরিক সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) থেকে জানানো হবে।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। আলামিন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের মদনপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

হাসপাতালের আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, চীনফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। রোববার সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেয়া হয়। রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালীগঞ্জে যান। সেখানে যাওয়ার পর তার বমি হলে এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে গত শনিবার থেকে সেখানে চিকিৎসাধীন আছেন চীনফেরত আরেক শিক্ষার্থী তাশদীদ হোসেন। তার শরীরের ঘাম, রক্ত এবং লালার নমুনা আইডিসিআরের ল্যাব টেকনিশিয়ানরা নিয়ে গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. দেবেন্দ্রনাথ সরকার।

আপনার মন্তব্য

আলোচিত