সিলেটটুডে ডেস্ক

২৯ ফেব্রুয়ারি , ২০২০ ১১:৫০

রাষ্ট্রপতি উরুগুয়ে পৌঁছেছেন

রাষ্ট্রপতি আব্দুল হামিদ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও পৌঁছেছেন। আগামী ১ মার্চ দেশটির রাষ্ট্রপতির ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেখানে গেছেন।

বঙ্গভবনের এক মুখপাত্র জানান, রাষ্ট্রপতিকে বহনকারী একটি বিমান শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে (স্থানীয় সময়) মন্টেভিডিও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকার রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। রাষ্ট্রপতি হামিদ ১১ দিনের সফরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে লন্ডন এবং উরুগুয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি লন্ডন ও ব্রাজিল হয়ে মন্টেভিডিও পৌঁছান।

উরুগুয়ে থেকে ফিরে আগামী ৫-৬ মার্চ লন্ডনে রাষ্ট্রপতি হামিদের কিছু ব্যক্তিগত কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে। রাষ্ট্রপতি আগামী ৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: বাসস

আপনার মন্তব্য

আলোচিত