সিলেটটুডে ডেস্ক

০৯ মার্চ, ২০২০ ১৮:১৩

১১ রুটে ফ্লাইট সংখ্যা অর্ধেক কমালো বিমান

নানা দেশের নিষেধাজ্ঞা ও করোনা ভাইরাসের প্রেক্ষিতে ১১টি রুটে ফ্লাইট সংখ্যা কমাবে বাংলাদেশ বিমান। ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলাচলকারী ১৪২টি ফ্লাইটের মধ্যে ৭৪টি বাতিল করা হয়েছে।

সোমবার এ তথ্য নিশ্চিত করেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেইন। এছাড়া একই দিন কাতারের রাজধানী দোহাগামী সকল ফ্লাইট স্থগিত করে বিমান।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, 'করোনা আতঙ্কে বাংলাদেশ থেকে কাতারে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

গত রোববার বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে আগত ফ্লাইট করোনা সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে সাময়িকভাবে বাতিল করে কাতার।

বাংলাদেশ ছাড়াও চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ড এই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

রোববার কাতারে নতুন করে আরও তিন ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ জনে উন্নীত হলো।

একইদিন, বাংলাদেশেও জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ইতালি ফেরত দুই প্রবাসীসহ মোট তিনজন ব্যক্তির করোনা সংক্রমণের কথা নিশ্চিত করে।

আপনার মন্তব্য

আলোচিত