সিলেটটুডে ডেস্ক

২৯ মার্চ, ২০২০ ১৯:৩৪

করোনায় আক্রান্তদের চিকিৎসার্থে হাসপাতাল বানানোর পরিকল্পনা বসুন্ধরা গ্রুপের

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ৫ হাজার শয্যার হাসপাতাল বানানোর পরিকল্পনা করেছে বসুন্ধরা গ্রুপ।

রোববার (২৯ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ প্রস্তাব পৌঁছে দিয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এর আগে প্রধানমন্ত্রীর করোনা মোকাবেলা তহবিলে তিনি হস্তান্তর করেন ১০ কোটি টাকার চেক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেওয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের লিখিত প্রস্তাবে বলা হয়, রাজধানীর কুড়িলে বসুন্ধরার চারটি কনভেনশন সেন্টার এবং একটি ট্রেড সেন্টারকে ৫ হাজার শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই ট্রেড সেন্টার ও কনভেনশন সেন্টারগুলোকে হাসপাতালে রূপান্তরের কাজ শুরু হবে। এক সপ্তাহের মধ্যেই সেটি করা সম্ভব বলে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত