নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল, ২০২০ ১৭:৫৬

পিপিই: প্রধানমন্ত্রীর নির্দেশনা মানছেন না এমপি, মেয়র, এমপির পিএস-ড্রাইভার

চিকিৎসকদের সুরক্ষা উপকরণ (পিপিই- পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও সেটা মানছেন না এমপি, মেয়র থেকে শুরু করে এমপির পিএস ও ড্রাইভারেরা।

গত ৩১ মার্চ গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী পিপিই'র যথেচ্ছ ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেন। ওইসময় প্রধানমন্ত্রী বলেন, পিপিই সবার জন্য না। যারা ডাক্তার, যারা করোনা রোগীদের সেবায় নিয়োজিত এবং নার্স শুধুমাত্র তারা পিপিই পরবেন। সবাই পিপিই পরতে গিয়ে যারা ডাক্তার উনারাই ঠিকমতো পিপিই পাচ্ছেন না। এখন থেকে পিপিই পরা কাউকে দেখলে তাকেই হাসপাতালে চিকিৎসা করার জন্যে পাঠানো হবে। কারণ এছাড়া তো এখন আর করার কিছুই নাই।

প্রধানমন্ত্রীর স্পষ্ট এই নির্দেশনা সত্ত্বেও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন পিপিই পরে তার নির্বাচনী এলাকায় করোনা সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার মধ্যনগরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এসময় তিনি সাদা পিপিই পরা অবস্থায় ছিলেন।

এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন রতনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।

একইদিন বৃহস্পতিবার বিকাল চারটায় রাজধানীর বংশালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ত্রাণ বিতরণে আসেন পিপিই পরে। পিপিই পরার কারণ সাংবাদিকেরা জানতে চাইলে সাঈদ খোকন বলেন, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে এই দেড় কোটি মানুষকে...আপনি বলেন আপনি কোন নেতাকে দেখেছেন? আমিই ছিলাম, আমিই রাস্তায় ছিলাম; জীবনের ঝুঁকি নিয়ে আমি রাস্তায় ছিলাম আছি, এবং আমি থাকব। আমি যদি আজকে অসুস্থ হয়ে পড়ি, আপনি কাকে নিয়ে আসবেন?

তিনি বলেন, আমার প্রটেকশন আমাকে নিতে হবে। আপনি কোয়েশ্চন করতে পারেন...লেট মি ফিনিশড! আমাকে বিব্রত করতে পারেন। বাট, বাস্তবতা আপনাকে বুঝতে হবে। বাস্তবতাটাকে আপনাকে মানতে হবে। আপনি মাস্ক পরেননি, ইটস ইওর রং, আপনার যেকোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে...

এরআগে, দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসক নন এমন অনেকেই পিপিই পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেন।

এদিকে, একই ঘটনা ঘটিয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিলের পিএস এবং গাড়ির চালক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) অসীম কুমার উকিলের পিএস প্রবাল মুখার্জিড্রাইভার এ আর রেজাউল হক নিজেদের ফেসবুকে পিপিই পরা ছবি পোস্ট করেন। পিএস প্রবাল মুখার্জি পিপিই পরা ছবিগুলো দিয়ে লিখেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় কেন্দুয়ায় উকিল বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছি, আপনারা আছেন তো...।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে পিপিই নিয়ে আলোচনা চলছে। বিশ্বের উন্নত দেশগুলো চিকিৎসকদের পিপিই সরবরাহ করতে হিমসিম খাচ্ছে। বাংলাদেশের চিকিৎসকেরা প্রয়োজনীয় পিপিই পাচ্ছেন না বলে অভিযোগ ওঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিপিইর যথাযথ ব্যবহারের নির্দেশনা দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত