নিউজ ডেস্ক

১৮ অক্টোবর, ২০১৫ ১৫:১৪

রাসেল মামা খেলনা সাজিয়ে রাখতেন: জয়

'আজ আমার ছোট মামা শেখ রাসেলের জন্মদিন। ৭৫ সালে আমার ছোট মামার বয়স ছিল ১০ বছর। আমার বয়স ছিল ৪ বছর। রাসেল মামা খুব সৌখিন ছিলেন। মামা তার সব খেলনা সাজিয়ে গুছিয়ে রাখতেন। আমি তার খেলনা নিয়ে দৌঁড় দিয়ে নানীর আচঁলের নিচে লুকাতাম।' বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে শৈশবের স্মৃতিচারণ করে বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ রোববার (১৮ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ স্মৃতিচারণ করেন।

এ সময় সজীব ওয়াজেদ জয় সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি বলেন, আমার স্বপ্ন ছিলো বাংলাদেশে হাইটেক পার্ক তৈরি করার। সেটারই যাত্রা শুরু হলো আজ।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভবিষ্যতে বাংলাদেশে গুগল-ফেসবুক আনবেন। যেকোনো বড় কাজ করতে নিজের মেধা ও চেষ্টাই বড় কথা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আপনার মন্তব্য

আলোচিত