সিলেটটুডে ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০১৫ ২৩:৩৫

জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধ: বিক্ষোভ ছড়িয়ে পড়ছে উপজেলা পর্যায়ে

সিলেট জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে উপজেলা পর্যায়েও। কমিটি বাতিলের বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে বুধবার সিলেটের ১৩ টি উপজেলায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, সিলেট জেলা ছাত্রলীগের নতুন পুর্নাঙ্গ কমিটিতে ছাত্রশিবির, ছাত্রদল, নামকরা চাদাবাজ, ছিনতাইকারী, বিবাহিত ও অছাত্রদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে যা আমরা কোনভাবে মেনে নিতে পারছি না, আমরা মুজিব আদর্শ নিয়ে রাজনীতি করি, এই কমিটি মেনে নেয়া মানে আমাদের রক্তের সাথে বেইমানী করা আদর্শের সাথে বেইমানীকরা।

তারা আরো বলেন, মঙ্গলবার সিলেটবাসীসহ পুরো বাংলাদেশের মানুষ ঐ সন্ত্রাস বাহিনীর চিত্র দেখেছে, যে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে রামদা মিছিল হয় সেই কমিটির নেতৃত্ব আমরা মানি না, অচিরেই এ কমিটি বাতিল করে, ত্যাগী নেতা কর্মির সমন্নয়ে ছাত্রলীগের নতুন কমিটি গঠনের দাবি জানাই, অন্যথায় ভবিষতে আরো কঠোর কর্মসুচী পালন করতে আমরা প্রস্তুত।

বিক্ষোভকারী উপজেলাগুলো হল, ওসমানীনগর উপজেলা ,গোলাপগঞ্জ উপজেলা, বিয়ানীবাজার উপজেলা, জকিগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা, গোয়াইনঘাট উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, বালাগঞ্জ উপজেলা, বিশ্বনাথ উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, জৈন্তা উপজেলা ও সিলেট সদর উপজেলা ছাত্রলীগ।

মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন নাহিজ্জামান, নয়ন মালাকার অপু, জুয়েল আহমদ, রাজন আহমদ, নুরুল হক হেলু, জাকের আহমদ, ফয়ছল আহমদ, মারজান চৌধুরী, আরিফ আহমদ, লিজা বেগম, দিনা আক্তার, তাহমিনা আক্তার, সরফ উদ্দিন, এমদাদুল হক আকাশ, এবাদ আহমদ, জাকের আহমদ, রাজু আহমদ, সিপার আহমদ, সুহেল আহমদ, সিপার আহমদ, হাসান আহমদ, নাসিম উজ্জামান, শহিদ আহমদ, শরিফ আহমদ, সাদেক আহমদ, আমান আহমদ, রুবেল আহমদ, মাহফুজ আহমদ, শাহান আহমদ, লিটু আহমদ, জুনেদ আহমদ, রুবেল আহমদ, সাজু আহমদ, হাবিব আহমদ, সাদি আহমদ, রফি, সৌরভ মালাকার, আমান, সুয়েদ, তানবির, মারুফ, সাদেক, রেহান, কাইয়ুম, পাপ্পু, মিজু, আবুল খায়ের, দিদার, মিলাদ, রাজু, রুহুল আমিন, আবির, জিয়াউল হক পান্না, আবুল কালাম, জুয়েল আহমদ ,রাজু আহমদ, সুজন আহমদ, জাকির হোসেন, এনামুল হক, জুনেদ আহমদ, সিরাজ, জুয়েদ, সাবু, রনি, শাহিন, আব্দুর রহমান, কামাল, নাজিম, ফাহিম, জনি, রাসেল, হাবিব, বিশাল, ধন মিয়া, জাহাদ, সৌরভ, জাহেদ, একরাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত