সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৫ ১৯:৫৩

জাতীয় পার্টি ও আ. লীগকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না : জি এম কাদের

জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামায়াতে ইসলামী লাভবান হবে, তাই ষড়যন্ত্র চলছে। এই সরকার দেশে গৃহযুদ্ধ বাধাতে চায়।

তিনি বলেন, দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল না।’

জি এম কাদের বলেন, ‘আমরা শান্তি স্থাপনের জন্য একজন নোবেল প্রাইজ (নোবেল পুরস্কার) পাওয়া ব্যক্তিকে এনেছিলাম, সবাই আশা নিয়ে বসেছিল। কিন্তু সবাইকে হতাশ করে উনি এখন যেভাবে দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছেন, আমার কাছে মনে হয়, অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ বা এ ধরনের প্রাইজ থাকে, সেটার জন্য বর্তমান সরকার এখন কম্পিটিশন (প্রতিযোগিতা) করতে যাচ্ছে বা কম্পিটিশনের উপযুক্ত হয়েছে।’

বর্তমান সরকার জাতীয় ঐকমত্য কমিশনের নামে অনৈক্য কমিশন তৈরি করেছে মন্তব্য করে জাপা চেয়ারম্যান বলেন, ‘তারা (কমিশন) দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে ঐক্য গড়ার চেষ্টা করছেন। আমি মনে করি, এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে। দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র। আমি হুঁশিয়ার করে দিতে চাই, দেশের মানুষ এগুলোকে ক্ষমা করবে না।’

এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় ঐকমত্যের অভাব দেশে বিভাজন তৈরি করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার।’

এ সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত