নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০১৬ ০০:০২

সিলেটে বিএনপির সমাবেশে হত্যা মামলার আসামীরা

দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার নগরীতে বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। নগরির রেজিস্টারি মাঠে আয়োজিত এই সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন হত্যা মামলার একাধিক আসামী।

বিকেলে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, অস্থায়ী মঞ্চেই দাঁড়িয়ে আছেন সাবেক ছাত্রদল নেতা জামাল আহমদ ওরফে কালা জামাল, কাজী মেরাজ ও আরাফাত চৌধুরী জাকির। এই তিনজনই আরেক ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যা মা্মলার যথাক্রমে দুই ও তিন ও আট নম্বর আসামী।

হত্যা মামলার আসামী হওয়ায় তাদের ছাত্রদল থেকে বহিস্কারও করা হয়েছিলো।

২০১৪ বছরের ২৭ জুন নগরীর পাঠানটুলায় গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছাত্রদল নেতা জিল্লুল হক জিলুকে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, কালা জামাল, কাজী মেরাজসহসহ দলের ২৩ নেতাকর্মীদের বিরুদ্ধে নিহতের বড় ভাই আহমেদ আহসান মাহবুব বাদি হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।


এই হত্যা মামলার দুই আসামী হাজির হন সোমবার সিলেট বিএনপির সমাবেশে। সমাবেশের বক্তারা বক্তৃতা করার সময় তাদের দু'জনকে পেছনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সমাবেশের আগে মিছিলের সামনের সারিতেও তারা উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন।

সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ সিলেট বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

এ ব্যাপারে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সমাবেশে অনেক মানুষ আসে। ফলে ওখানে কারা কারা ছিলো তা আমার পক্ষে বলা সম্ভব নয়।

এ ব্যাপারে হত্যা মামলাটির বাদি আহমেদ আহসান মাহবুব বলেন, বিষয়টি খুবই হতাশাজনক। জিলু ছাত্রদলের রাজনীতির সাথেই সম্পৃক্ত ছিলো। আমরা আশা করেছিলাম, বিএনপি নেতারা জিলু হত্যার বিচার দাবিতে সোচ্চ্বার হবেন। উল্টো তারা খুনিদের সাথে নিয়ে সমাবেশ করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত