সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০১৬ ০১:৩৩

বিবিসিতে পাঠানো পত্রে তারেক রহমানকে দোষারোপ আ.লীগের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির কথিত বৈঠকের খবর প্রকাশ করায় বিবিসিতে প্রতিবাদলিপি পাঠিয়েছে আওয়ামী লীগ। প্রতিবাদলিপিতে এ ঘটনাকে নাটক হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগ বলছে এ নাটকের রচয়িতা তারেক রহমান।

কথিত ওই বৈঠককে বিএনপির 'সাজানো নাটক' হিসেবে আবারও দাবি করে ক্ষমতাসীন দলটি বলেছে, এ নাটকের রচয়িতা বিএনপি নেত্রী খালেদা জিয়ার 'দুর্নীতিবাজ' ছেলে তারেক রহমান।

রোববার (২৯ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ দলের পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানোর এ তথ্য জানান।

হানিফ বলেন, 'আমরা বিবিসির এমন ভিত্তিহীন সংবাদ পরিবেশনায় ক্ষুব্ধ, হতাশ ও মর্মাহত। এ খবরটি প্রকাশের আগে তাদের বস্তুনিষ্ঠতা যাচাইয়ের প্রয়োজন ছিল। ইতিমধ্যে বিবিসি বাংলার অনলাইন সংস্করণের সম্পাদকের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে ভবিষ্যতে সতর্ক হওয়ার অনুরোধও করেছি। সম্পাদক সাহেব আমাদের জানিয়েছেন, তারা এ ব্যাপারে তদন্ত করছেন।'

সাফাদির সাক্ষাৎকারের বরাত দিয়ে বিবিসিতে প্রকাশিত জয়ের সঙ্গে তার কথিত বৈঠকের খবর প্রসঙ্গে তিনি আরও বলেন, 'এ ধরনের ভিত্তিহীন ও কাল্পনিক সাক্ষাৎকার প্রচার করে বিবিসি তাদের ভাবমূর্তি নষ্ট করেছে। নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার, প্রকৃত ঘটনা উদঘাটন ও এ ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত—সেটি বিবিসি নিজেরাই তদন্ত করে জাতির কাছে প্রকাশ করবেন বলেই আমরা প্রত্যাশা করি।'

হানিফ বলেন, 'আমরা স্পষ্ট করে বলতে চাই, জয়ের সঙ্গে কখনই সাফাদির বৈঠক কিংবা সাক্ষাৎ হয়নি। এ নাটকের রচয়িতা হচ্ছেন মিথ্যাচার-ষড়যন্ত্র, দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সন্ত্রাসের দায়ে অভিযুক্ত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তবে নাটকের স্ক্রিপ্টটি খুবই কাঁচা হাতের লেখা।'

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী, হাবিবুর রহমান সিরাজ, ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, অ্যাডভোকেট আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত