সিলেটটুডে ডেস্ক

৩১ মে, ২০১৬ ১৬:৫০

৭ দিনের রিমান্ডে বিএনপি নেতা আসলাম

ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠকের অভিযোগে গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার তিনটি মামলারই রিমান্ড শুনানির কথা থাকলেও হাইকোর্টে রিমান্ড সংক্রান্ত বিষয়ে একটি শুনানি থাকায় সিএমএম আদালতে শুনানি পিছিয়ে দেয়া হয়।

এরপর তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। 

জিজ্ঞাসাবাদ ১০ কার্যদিবসের মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। অন্য দু’টি নাশকতার মামলায় রিমান্ডের শুনানি ৬ জুন।

এর আগে ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যের সঙ্গে বৈঠকের খবরে আলোচনায় আসেন বিএনপি নেতা আসলাম চৌধুরী। এরপরই পুলিশের পক্ষ থেকে তাকে যেখানেই পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতারের ঘোষণা দেয়া হয়। শেষ পর্যন্ত তাকে আটক করা হয় ১৫ মে রাজধানী থেকে।

আটকের পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। ২৬ মে তার বিরুদ্ধে গুলশান থানায় পুলিশ বাদি হয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করে। ওই মামলায় সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। নাশকতার অভিযোগে মতিঝিল ও লালবাগ থানার দু’টি মামলায়ও তাকে ২০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।

তবে তার ৫৪ ধারার রিমান্ড বিষয়ে হাইকোর্টে একটি শুনানি থাকায় আদালত তিন মামলার রিমান্ড শুনানি পিছিয়ে দেন

আপনার মন্তব্য

আলোচিত