সিলেটটুডে ডেস্ক

২৪ নভেম্বর, ২০১৬ ১০:০২

নাইকো দুর্নীতি মামলা বাতিলে খালেদা জিয়ার আবেদন আপিলেও খারিজ

নাইকো দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, দুই দিন শুনানি শেষে ২১ নভেম্বর আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। 

আপিল খারিজের ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা চলতে যে আদেশ দিয়েছেন তা বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে গত বছরের ১৮ জুন খালেদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট।

একইসঙ্গে মামলাটি বাতিলে খালেদার রিট আবেদন ও এ সংক্রান্ত রুল খারিজ এবং বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে রায় হাতে পাওয়ার দুই মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত