সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২০ ১২:৩৫

৫ রূপরেখায় তাপসের ইশতেহার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পাঁচটি রূপরেখা সম্বলিত ইশতেহার ঘোষণা করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহারে তার প্রতিশ্রুতির পাঁচ রূপরেখা হচ্ছে— ঐতিহ্যের ঢাকা, সুন্দর ঢাকা, সচল ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, মোজাফ্ফর হোসেন পল্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত