বিশ্বনাথ প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০১৫ ২১:৩৫

বিশ্বনাথে উন্নয়নের সঠিক চিত্র তুলে ধরুন: শফিক চৌধুরী

সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, সাংবাদিকরা সমাজের বিবেক আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন। সাংবাদিকরা যখন বিবেকের আহবানে সাড়া দিয়ে সত্য ও তথ্যকে অবলম্বন করে সংবাদ তৈরী করেন, তখন আপনা-আপনিই সংবাদপত্র নামক আয়নায় সমাজের বাস্তব চিত্রটাই ফুটে উঠে। তাই তথ্যপ্রযুক্তির এ যুগে বিশ্বনাথের আর্থ-সামাজিক অবস্থার উন্নতিকল্পে আপনারা (সাংবাদিকরা) বিশ্বনাথের বাস্থব চিত্র তুলে ধরবেন।  সোমবার সন্ধ্যায় বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আহাদের যুক্তরাজ্য গমন উপলক্ষে ক্লাব-কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম বেগের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, উপজেলা সুজন’র সাধারন সম্পাদক মধু মিয়া, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক জয়ন্ত আচার্য, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আব্দুল আহাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রচার সম্পাদক এটিএম আব্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল ওয়াহাব, ইন্সট্রাক্টর মহি উদ্দিন, প্রবাসী আ’লীগ নেতা নুরুল ইসলাম, এমএ মল্লিক, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, বিশ্বনাথ সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি সূফী শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, আ’লীগ নেতা শাখাওয়াত হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, উপজেলা যুবলীগ নেতা দুলাল মিয়া, শ্রমিকলীগ নেতা আরান দে।

এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আশিক আলী ও টুনু তালুকদার, সহ-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন, দফতর সম্পাদক মশিউর রহমান, নির্বাহী সদস্য কবি এনামুল হক মামুন, শুকরান আহমেদ রানা ও আক্তার আহমদ শাহেদ। 

আপনার মন্তব্য

আলোচিত