সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৫ ২০:৩৬

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের নতুন ভবনের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

কুমারপাড়ায় সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের নতুন ভবনের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার এ ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক ও আর্ট এন্ড অটিস্টিক স্কুলের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের স্কুল করা একটি মহত কাজ।

এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠা থেকে প্রতিবন্ধী শিশুরা শিক্ষা গ্রহণ করে দেশের বুঝা না হয়ে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিস্টিক শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি অটিস্টিক শিশুদের সাহায্যার্থে সরকারের পাশাপাশি সচেতন নাগরিক সহ সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, চিত্র শিল্পী অরবিন্দ দাস গুপ্ত, অত্র স্কুলের প্রধান শিক্ষক ইসমাই গণি হিমন, চিত্র শিল্পী আলি দেলোয়ার, শিক্ষক লিটন কুমার দাস, মোঃ সাগর আহমদ, শিক্ষিকা মিতা রায়, প্রিতি দেব, মিতালী দেব, শবনম চৌধুরী, সুমন আহমেদ, মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত