সংবাদ বিজ্ঞপ্তি

০৩ অক্টোবর, ২০২০ ২৩:০৮

নগরীতে অস্বচ্ছল নেতাকর্মীদের মধ্যে বিএনপির আর্থিক সহায়তা

সিলেট নগরীতে বিএনপির অস্বচ্ছল নেতাকর্মীদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদের উদ্যোগে দলের অস্বচ্ছল নেতাকর্মীদের এ সহয়তা দেওয়া হয়।

শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টায় জিয়া পরিষদ সিলেট কার্যালয়ে সহায়তা প্রদান উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন।

জেলা যুবদল নেতা সাহেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ডা. আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, জেলা বিএনপির সাবেক সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, জেলা বিএনপির সাবেক সদস্য ও বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম বাচ্চু, মহানগর বিএনপির নেতা আলমগীর কবির মুন্না, জেলা বিএনপির নেতা আব্দুল খালিক, জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল।

এসময় যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, আব্দুল মুকিত সুমেল, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, আমির হোসেন, শিক্ষক মতিউর রহমান, আব্দুস সাহিদ, আব্দুস সালাম, গোলাম কিবরিয়া, আজহার উদ্দিন চৌধুরী, আব্দুল হামিদ, শিপন চন্দ্র, এহসান রেজা চৌধুরী, জুনেদ আহমদ, আব্দুল মন্নান, ছাত্রদল নেতা ফয়েজ আহমদ, দবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান বলেন, ‘বিএনপি সব সময় অসহায়-নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। করোনাকালে সারাদেশে ত্রাণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে বিএনপি। করোনা, বন্যাসহ নানা দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে। ঠিক তেমনি যুক্তরাষ্ট্র মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ তার সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাশেম মুর্শেদের সহায়তায় দলের আপদকালীন সময়ে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত, নিপীড়িত, ত্যাগী নেতা-কর্মী ও কারাবন্দিসহ ২২টি পরিবারের মধ্যে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সভায় সিলেট জেলা যুবদলের সাবেক নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী প্রয়াত আব্দুল মন্নানের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

এছাড়া জিয়া পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি প্রকৌশলী আশফাক আহমদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত