ডেস্ক রিপোর্ট

২৩ অক্টোবর, ২০১৫ ২১:৩২

মহানগর তালামীযের ‘ফোরাত তীরের আর্তনাদ’ শীর্ষক সেমিনার সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুহতারাম কেন্দ্রিয় সাধারন সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান বলেছেন, প্রতিশোধের নেশায় নয়; সত্যাদর্শের মাধ্যমে সুন্দর পৃথিবী গড়তে হবে। সম্মানিত মাস মুহাররাম মানুষকে মানবতা ও ত্যাগের শিক্ষা দেয়, যা আমরা ইমাম হোসাইন (রা.) এর কাছ থেকে খুঁজে পাই। কারবালার শিক্ষা মাতম-মর্সিয়ার নয় বরং ত্যাগের সুমহান আদর্শ। তাই ত্যাগের সর্বোচ্চ নজরানা নিয়ে হোসাইনী আদর্শকে বুকে লালন করে তালামীয কর্মীদের এগিয়ে যেতে হবে।

তিনি আজ ২৩/১০/১৫ইং রোজ শুক্রবার নগরীর শাহজালাল ডি.ওয়াই.কামিল মাদরাসার কনফারেন্স হলে সিলেট মহানগর তালামীযে ইসলামিয়ার ‘ফোরাত তীরের আর্তনাদ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রিয় সভাপতি মাও. নজমুল হুদা খান, মাও. বেলাল আহমদ, সহ সভাপতি মাও. আতাউর রহমান।

সিলেট মহানগর তালামীযের সভাপতি হুমায়ূনুর রহমান লেখনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট মহানগর তালামীযের সহ সভাপতি এনাম উদ্দিন আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থইস্ট ইউনিভার্সিটি সিলেটের ইংরেজি বিভাগের লেকচারার নোমান আহমদ, দক্ষিন সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক দুলাল আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি আব্দুল মুহিত রাসেল,শাবিপ্রবি সভাপতি জুবায়ের আহমদ রাজু,সিলেট পশ্চিম জেলার সাবেক সহ সভাপতি তৌরিছ আলী।

সিলেট মহানগরী সহ সাধারন সম্পাদক শেখ শফি উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমদ, এম.সি কলেজ শাখার সহ সভাপতি আহমদ শরীফ, সাধারন সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, সিলেট মহানগরীর অর্থ সম্পাদক আরিফ আহমদ, শেখ মনোয়ার হোসেন, হাকিম হোসেন রিয়াদ, মারুফ আহমদ, নাবেদ আহমদ, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, সরকারী আলিয়া মাদরাসার সভাপতি সুহেল আহমদ, সাধারন সম্পাদক কামরুজ্জামান, আজাদ হোসেন, ওলীউর রহমান, মনসুর আহমদ, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সোলাইমান হোসাইন, সিদ্দিকুর রহমান, আব্দুল আউয়াল, তায়েফ আহমদ, পিয়ার হাসান, আরিফ হোসাইন সামাদ, ইয়াসিন আহমদ, রুহুল আমীন প্রমুখ।



আপনার মন্তব্য

আলোচিত