সংবাদ বিজ্ঞপ্তি

১৫ অক্টোবর, ২০২০ ২১:৩৮

নিহত রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্মম নির্যাতনে মৃত্যুবরণকারী রায়হান আহমদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় তিনিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও নিহত যুবক রায়হানের আখালিয়া নেহারীপাড়াস্থ বাসভবনে যান।

এসময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পুলিশের নির্মম নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় সান্ত্বনা দেয়ার ভাষা আমি হারিয়ে ফেলেছি। টাকার জন্য রায়হানের মতো একটি তরতাজা প্রাণ পুলিশ কেড়ে নিয়েছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কোথায়? বর্তমান সরকারের আমলে কেউ নিরাপদ নেই। বর্তমানে এই দেশ অপরাধ, দুর্নীতির ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভয়ারণ্যে পরিণত হয়েছে। আজ সরকারের পুলিশ বাহিনীর দুর্নীতির নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ে। সারাদেশে চলমান, ধর্ষণ, হত্যা, লুটপাট, গুম এখন নিত্যনৈমিত্ত ব্যাপার। এই ন্যক্কারজনক ঘটনার সঠিক ন্যায় বিচার কামনা করছি। এর সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামিম, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপি সদস্য আবুল কাশেম, মহানগর বিএনপি সদস্য মো. কামাল মিয়া, সদর উপজেলা বিএনপির আহবায়ক নেতা তারেক কালাম, বিএনপির সদস্য শহীদ চেয়ারম্যান, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত