সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০২০ ১৮:৪৪

বাংলাদেশ ন্যানো সোসাইটির তৃতীয় ওয়েবিনার অনুষ্ঠিত

রোগ নির্ণয় থেকে পরিবেশ রক্ষা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ থেকে ঝা-চকচকে ডিজিটাল ডিসপ্লে— সবখানেই ন্যানোটেকনোলজির ব্যবহার এখন সমান গুরুত্বপূর্ণ। ছবির মাধ্যমে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) অধিকতর নির্ভরযোগ্য পদ্ধতি। এমআরআই যন্ত্রের নৈপুণ্য বৃদ্ধিতে ম্যাগনেটিক ন্যানোপার্টিকেলের ব্যবহার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের গভীর আগ্রহের বিষয়। তাছাড়া মাটি, পানিসহ পরিবেশ দূষণ দূরীকরণে ম্যাগনেটিক ন্যানোপার্টিকেলের ব্যবহার নিয়ে অনেক গবেষণা হচ্ছে।

বাংলাদেশের ন্যানো সোসাইটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় "আয়রন অক্সাইড বেইজড ন্যানোপার্টিকেল ফর অপটিক্যাল, বায়োমেডিকেল এন্ড এনভায়রনমেন্টাল এপ্লিকেশনস' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এই ওয়েবিনারে মূল প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।

প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব রব্বানীর সঞ্চালনায় ওয়েবিনারে সভাপতিত্ব করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

দেশ বিদেশে অবস্থানরত দুই শতাধিক ছাত্র, শিক্ষক, গবেষক এই ওয়েবিনারে অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল কবির ভূইয়া প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন।

বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী বাংলাদেশে ন্যানোটেকনোলজি গবেষণায় ইন্ডাস্ট্রি-একাডেমি কোলাবরেশন বাড়ানোর ওপর আলোচনা করেন। আমেরিকার কোপিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. জামাল উদ্দীনের সমাপনী বক্তব্যের মাধ্যমে ওয়েবিনারটি শেষ হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ন্যানো সোসাইটি নিয়মিত এধরনের ওয়েবিনারের আয়োজন করে থাকে।

আপনার মন্তব্য

আলোচিত