সংবাদ বিজ্ঞপ্তি

১৪ নভেম্বর, ২০২০ ২০:০৪

‘বিপুল বিহারী দে আজীবন অসাম্প্রদায়িক লোক ছিলেন’

গণতন্ত্রী পার্টি সিলেট জেলার শাখার সহসভাপতি বিপুল বিহারী দে’র মৃত্যুতে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তালতলাস্থ দলীয় কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়।

গণতন্ত্রী পার্টির সিলেট জেলা কমিটির সহ সভাপতি মাছুম আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরীর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী।

ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী বলেন, বিপুল বিহারী আজীবন একজন অসাম্প্রদায়িক ও সমাজতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক গুলজার আহমদ, কোষাধ্যক্ষ পদ্যুত রায়, মহানগর শাখার যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস, সদস্য নাজিম উদ্দিন, সুবাশ কান্তি দাস, জেলা কমিটির দপ্তর সম্পাদক ও জাতীয় যুব ঐক্য সিলেট জেলার সাধারণ সম্পাদক আজিজুর রহমান খোকন, সদস্য শংকর ঘোষ, বাবুল আহমদ, প্রয়াত নেতার একমাত্র ছেলে দেব জ্যোতি দে (বাবলু) প্রমুখ।

সভার শুরুতে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত