সংবাদ বিজ্ঞপ্তি

২১ নভেম্বর, ২০২০ ২১:০৫

কমরেড আবুল হোসেনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি, শ্রমিক নেতা ও প্রবীণ রাজনীতিবিদ এবং কমরেড আবুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার (২১ নভেম্বর) এক শোক বিবৃতিতে তারা বলেন আজীবন বিপ্লবী কমরেড আবুল হোসেন আপাদমস্তক একজন নিরহংকারী, সদালাপী মানুষ ছিলেন। তার ব্যক্তি জীবনসহ সকল কাজে তিনি মার্ক্সবাদের আদর্শ ধারণ করেছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি আদর্শচ্যুত হননি। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার নেতৃত্ব ও ত্যাগ অনুস্মরনীয় হয়ে থাকবে।

উল্লেখ, গত ১৯শে নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫.৩০মিনিটে কমরেড আবুল হোসেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি, পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি,পার্টির সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দর আলী, সাধারণ সম্পাদক কমরেড ইন্দ্রাণী সেন শম্পা, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট -২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর কমিটির সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা কমিটির সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এড. নাসির খান, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান,বাংলাদেশ জাসদ সিলেট জেলা সভাপতি হাজী কলন্দর আলী ও সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, সিপিবি সিলেট জেলার সভাপতি হাবিবুল ইসলাম খোকা সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক এ.কে কিবরিয়া চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ, আমিরুল আসলাম চৌধুরী এহিয়া, সাম্যবাদী দল সিলেট জেলা সম্পাদক কমরেড ধীরেন সিংহ, কমরেড ব্রজগোপাল চৌধুরী, বাসদ মার্কসবাদী সিলেটের সমন্বয়কারী কমরেড উজ্জল রায়, এড. হুমায়ুর রশিদ সুয়েব, বাসদ সিলেটের সমন্বয়ক কমরেড আবু জাফর, প্রনবজ্যোতি পাল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সভাপতি এনায়েত হাসান মানিক,সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত,বাসদ মাকর্সবাদী পাঠচক্র ফোরমের সংগঠক শুশান্ত সিনহা, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ড. আরমান আহমেদ শিপলু,সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ যুবমৈত্রী, বাংলাদেশ নারীমুক্তি সংসদ, বাংলাদেশ ছাত্রমৈত্রী, দূর্নীতিমুক্তকরণ ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত