নিউজ ডেস্ক

৩০ অক্টোবর, ২০১৫ ০০:২৫

আতিয়া ট্রাভেলস বৃত্তি: প্রথমদিনের পরীক্ষা সম্পন্ন

২৯ অক্টোবর বৃহস্পতিবার ১ম আতিয়া ট্রাভেলস মেধা বৃত্তি পরীক্ষার ১ম দিনের দুটি  পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সকাল ৯.৩০-১২.০০ টা পর্যন্ত গণিত ও দুপুর ২টা-৪টা পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক যোগে দক্ষিণ সুরমার দুটি কেন্দ্র  গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও স্কর্লাস কেয়ার একাডেমী তে অনুষ্ঠিত হয়।

এ সময় হল পরিদর্শন করেন সিলেট পাসপোর্ট ও ভিসা অফিসের ভিজি জনাব আবদুল্লা আল মামুন,২৭ নং ওয়ার্ড এর কাউন্সিলর জনাব আব্দুল জলিল নজরুল,২৫,২৬, ও ২৭ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ,আতিয়া ট্রাভেলস এর কর্ণধার কাওছার আহমেদ রিপন,স্কর্লাস কেয়ার একাডেমীর প্রিন্সিপাল নাকিব আহমেদ,সাংবাদিক শিপন আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৃত্তির আয়োজক সিলেট নিউ জেনারেশন এন্ড অর্গানাইজেশন এর সভাপতি শহীদুল ইসলাম, সম্পাদক আশিস সূত্রধর,অর্থ সম্পাদক রানা পাটুয়ারী, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক উত্তম কাব্য, সহ সভাপতি জুয়েল আহমেদ,অহর্নিশ নন্দী সহ সংগঠনের  অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য  শুক্রবার সকাল ৯.০০ টায় ইংরেজি ও দুপুর ২টায় সাধারণ বিজ্ঞান পরীক্ষা উভয় কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। 

আপনার মন্তব্য

আলোচিত