সিলেটটুডে ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২০ ১৯:২০

বাইউস্টে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) যথাযোগ্য মর্যাদায় ভার্চুয়াল পদ্ধতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।

জুম সফটওয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা দিবস পালনের জন্য অনলাইনে সংযুক্ত হয়।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার, কর্নেল প্রফেসর মো. মোশাররফ হোসেন (অব.) এবং রেজিস্ট্রার, কর্নেল সুমন কুমার বড়ুয়া (অব.)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রিদওয়ান হোসেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রভাষক ফারিয়া নওরিন আনসারি। এছাড়া প্রবন্ধ পাঠ করেন প্রবন্ধ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকারী প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

ইংরেজি বিভাগের ছাত্র ও ছাত্রী শ্রাবণী দাস ও আবরার আহমেদ কবিতা আবৃত্তি ও বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন ট্রেজারার বলেন, বাঙালি জাতিকে শিক্ষা সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তিতে পশ্চাৎপদ করে রাখার জন্য সুপরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। তিনি সকল শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। অনুষ্ঠানটি আয়োজিত হয় ইংরেজি বিভাগের তত্ত্বাবধানে।

আপনার মন্তব্য

আলোচিত