সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২০ ২০:৩৪

লাক্কাতুরা চা বাগানের শীতার্ত মানুষের পাশে ফিফোটেক

শীতের উপহার শুরুতে দিলে শীতের কষ্ট কম হয় স্লোগানে ফিফোটেক-এর পক্ষ থেকে শুক্রবার সিলেট লাক্কাতুরা চা বাগানের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন আহমেদ বলেন, ফিফোটেকের উদ্যমী তরুণদের মত আমাদের সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতার্ত মানুষের কষ্ট লাগব হবে।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমেদ, সিলেট চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহইয়া, ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সবুর আহমেদ দিপু, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মনিরুল হক সাকিব, মুহিবুল হক শাওন, জুনাইদ আহমেদ ফারহান, মো. আল-আমীন, শাহাদত হোসেন রব্বানী, ছাত্রলীগ নেতা দেবাশীষ গোয়ালা দেব প্রমুখ।

ফিফোটেকের এই উদ্যোগ সম্পর্কে শেখ ইয়াহইয়া বলেন, সিলেটে তীব্র শীতের কারণে অসহায় শীতার্ত মানুষদের কষ্টের কথা লিখে কয়েকদিন আগে ফেসবুকে একটি পোষ্ট দিয়েছিলাম তখন ফিফোটেকের সিইও তৌহিদ হোসেন পোষ্টটি দেখে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত