লিডিং ইউনিভার্সিটি প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২০ ১৭:৫৭

ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির শোক

সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতফুল হাই শিবলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় অধ্যাপক ড. আতফুল হাই শিবলী ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। অধ্যাপক শিবলী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ছিলেন। তিনি একজন প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন অসাধারণ গুনি ব্যক্তি ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, অধ্যাপক ড. আতফুল হাই শিবলী বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য, সিলেটের নর্থইস্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত