সংবাদ বিজ্ঞপ্তি

০৯ জানুয়ারি, ২০২১ ২৩:৫৬

দুটি কিডনিই বিকল, বাঁচতে চান রহিম

পেশায় রাজমিস্ত্রি মো. আব্দুর রহীম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষই তিনি। কিন্তু গত বছরে হঠাৎ করে তার দুটি কিডনিই বিকল হয়ে যায়। বর্তমানে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চকিৎসা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকেরা বলছেন, দ্রুত কিডনির চিকিৎসা না করানো গেলে তাকে বাঁচানো প্রায় অসম্ভব।

মো. আব্দুর রহিমের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পূর্ব উজিরপুর গ্রামে। তিনি দুই সন্তানের জনক। পরিবারে মা-বাবাসহ ৬ সদস্যের পরিবার চলত আব্দুর রহিমের আয়ে। হঠাৎ তার অসুস্থতা পরিবারটিকে বিপাকে ফেলে দিয়েছে। সহায় সম্ভল বিক্রি করে এতদিন চিকিৎসা চালিয়েছেন তার পরিবার। বর্তমানে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা খরচ চালাতে পারছে না পরিবারটি।

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছেন পরিবারটি। তার চিকিৎসার জন্য এখন প্রাথমিক পর্যায়ে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। 

সাহায্য পাঠানোর ঠিকানা 

মো. আব্দুর রহিম

বিকাশ নম্বর :  ০১৭৭০-৩১৯৯১৩ (আব্দুর রহিম)

যোগাযোগ : ০১৭৪৬-২০১২২৬

অ্যাকাউন্ট নম্বর : ১০৬৯১১৩০০৯৬৬ (MD ABDUS SALAM) পুবালি ব্যাংক, বড়লেখা শাখা, মৌলভীবাজার।

 

 

আপনার মন্তব্য

আলোচিত