সিলেটটুডে ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২১ ২৩:১৩

উর্বশী আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

উর্বশী আবৃত্তি পরিষদের ২৯ বছর উপলক্ষে আবৃত্তি, গানে বাংলার মুখ প্রযোজনা ও প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বুধবার বিকালে সিলেট নগরীর লামাবাজারস্থ উর্বশী আবৃত্তি পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।

উর্বশী আবৃত্তি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোকাদ্দেস বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রুম্মার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, দৈনিক সমকালের স্টাফ রির্পোটার ও সিলেট সান এর চেয়ারম্যান ফয়সল আহমদ বাবলু, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়।

স্বাগত বক্তব্য রাখেন উর্বশী আবৃত্তি পরিষদের সহ-সভাপতি একেএম কামারুজ্জামান মাসুম।

আবৃত্তি পরিবেশন করেন আফরোজা আক্তার রুম্পা, মিঠুন চন্দ্র দাস, দেবী সরকার, রত্না সূত্রধর, ঝুমুর সূত্রধর, স্নিগ্ধা আচার্য, তৃনা চৌধুরী, অনুপমা সাহা, সাঈদুর রহমান, সৈয়দ বোরহান সুমন, জয় দে, অলক চৌধুরী । প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, বাংলা ভাষা চর্যায় উর্বশী আবৃত্তি পরিষদের অবধান চিরস্মরণীয় হয়ে থাকবে ও আগামী দিনগুলোতে সিলেটের সংস্কৃতি অঙ্গনে উর্বশী অন্যতম, উজ্জল বাতিঘরের ভূমিকায় অবতীর্ন হবে।

আপনার মন্তব্য

আলোচিত