মাধবপুর প্রতিনিধি

০৫ ফেব্রুয়ারি , ২০২১ ২১:৩১

মাধবপুরে যুগান্তরের প্রতিষ্ঠাবষির্কী পালন ও নুরুল ইসলামের স্মরণে সভা

দৈনিক যুগান্তরের ২২ বছরে পর্দাপন ও এর স্বপ্নদ্রষ্টা শিল্পপতি প্রয়াত নুরুল ইসলামের স্মরণে হবিগঞ্জের মাধবপুরে আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে মাধবপুর প্রেসক্লাবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের মাধবপুর প্রতিনিধি রোকন উদ্দিন লষ্কর।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাধবপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র হাবিবুর রহমান মানিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আদাঐর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক আহ্বায়ক মো. আইয়ুব খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মো. অলিদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি আবুল খায়ের, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক জামাল মো. আবু নাছের, সানাউল হক চৌধুরী শামীম, শংকর পাল চৌধুরী, রাজীব দেব রায় রাজু, আবুল হোসেন সবুজ, হামিদুর রহমান, তোফাজ্জল হোসেন চৌধুরী, জুলহাস উদ্দিন রিংকু।

বক্তারা বলেন, ‘দৈনিক যুগান্তর প্রতিষ্ঠার পর থেকেই তথ্য বহুল সংবাদ পরিবেশন ও দুর্নীতির বিরুদ্ধে, দেশ ও জনগনের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছে। যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দেখানো পথেই আগামীতে আরো এগিয়ে যাবে যুগান্তর।’

বক্তারা আরো বলেন, ‘দেশ স্বাধীনে নুরুল ইসলামের ভুমিকার পাশাপাশি দেশের অর্থনীতিতেও তিনি বিরাট অবদান রেখেছেন। মাধবপুরে নুরুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় যমুনা ইন্ড্রাষ্টিয়াল পার্ক গড়ে উঠেছে। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এতে মাধবপুরের মানুষ ও বিভিন্ন দিক থেকে লাভবান হচ্ছেন।’

আলোচনা সভা শেষে নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পাঠ করেন মাধবপুর প্রেসক্লারের সদস্য ইনকিলাব প্রতিনিধি কেএম সামসুল হক।

আপনার মন্তব্য

আলোচিত