সিলেটটুডে ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০২১ ০০:৪৫

করোনা ভাইরাসের টিকা নিলেন মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা

মুক্তিযুদ্ধ গবেষক, কবি ও সাংবাদিক অপূর্ব শর্মা করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে তিনি কোভিট-১৯ এর টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহনের ছবি ফেসবুকে পোস্ট করে অপূর্ব শর্মা লিখেন, ‘আজ কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ নিলাম সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে। সম্পূর্ন সুস্থ আছি। আপনিও ঠিকা নিন। সুস্থ থাকুন। ভয়ের কিছু নেই। জয় বাংলা।’

করোনাকালের শুরু থেকেই অপূর্ব শর্মা একজন ফ্রন্টলাইনার হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। সাংবাদিকতার পাশাপাশি মানুষকে জাগাতে একের পর এক কবিতা ও গান লিখে চলেছেন তিনি। অর্ন্তজালে দেশ-বিদেশের অর্ধশতাধিক অনুষ্ঠানে অংশগ্রহন করে সঙ্কটকালে ভরসা দিয়েছেন মানুষের মনে। এই সময়ে তার লেখা অনুপ্রেরণামূলক কবিতা শতাধিক আবৃত্তি শিল্পী আবৃত্তি করেন। বাংলাদেশে তিনিই প্রথম কবিতার কোলাজ নির্মান করে করোনার দুঃসময় পারি দিতে উদ্ভুদ্ধ করেন মানুষকে। তাঁর লেখা ‘দেখা হবে মিলন মোহনায়’ কবিতাটিতে আবৃত্তি করেন দেশসেরা আবৃত্তি শিল্পীরা। তার ‘জাগো মানুষ’ গানটি দৃষ্টি কাড়ে সকলের। একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী অপূর্ব শর্মার এ সময়ের কর্ম মূল্যায়ণ করতে গিয়ে বলেন, ‘বাংলাদেশে করোনা যুগের সাহিত্যের অগ্রনায়ক হিসেবে তার নাম বেঁচে থাকবে।’

টিকা গ্রহণের অনূভূতি সম্পর্কে জানতে চাইলে অপূর্ব শর্মা তার লেখা ‘জাগো মানুষ’ গানের উদৃতি দিয়ে বলেন, ‘কোন কালেই হারেনি মানুষ মানেনি তো পরাজয়, এই যুদ্ধেও মানুষেরই হবেই হবে জয়।’ মানুষ আজ বিজয়ের দ্বারপ্রান্তে উল্লেখ করে চূড়ান্ত বিজয়ের জন্য গুজবে কান না দিয়ে নির্ভয়ে সকলকে টিকা গ্রহন করার আহ্বান জানান।  

আপনার মন্তব্য

আলোচিত