সংবাদ বিজ্ঞপ্তি

১৬ ফেব্রুয়ারি , ২০২১ ২১:৩৬

বঙ্গবীর ওসমানীর ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি ওসমানীর ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিনটি যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে সকাল ১০টায় মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খতমে কোরআন বাদ আছর হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদের উপদেষ্টা সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চৌধুরী, এডভোকেট শেখ আখতারুল ইসলাম, স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, সহ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমনু, সদস্য সিরাজুল ইসলাম, আমিন তাহমীদ, আল মামুন বাবলু, ইসমত ইবনে ইসহাক সানজিদ প্রমুখ।

খতমে কুরআন তেলাওয়াতে অংশ গ্রহণ করেন মোঃ আব্দুস সালাম, জামির উদ্দিন, হোসাইন আহমেদ সিরাজ, দেলওয়ার হোসাইন, হোসাইন ছাতকী, কারী আবুল লেইছ, আলা উদ্দীন, আব্দুন নুর, হাবিব উল্লাহ, জাহেদ আহমেদ, বিল্লাল আহমেদ, গৌছ মিয়া, আয়াত উল্লাহ প্রমুখ।

খতমে কুরআন শেষে মিলাদ মাহফিল পরিচালনা ও বঙ্গবীর এম.এ.জি ওসমানীর আত্মর মাগফেরা কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন করেন মাওলানা হাফিজ ক্বারী আবু ইউসুফ চৌধুরী। এর আগে সকালে মরহুমের কবর জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।

আপনার মন্তব্য

আলোচিত