সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০২১ ১৪:৪০

আখড়াবাড়ি’র উদ্যোগে অনলাইনে আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী আজ

আখড়াবাড়ি’র উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইনে আন্তর্জাতিক চিত্রকর্ম প্রদর্শনী। আখড়াবাড়ির ইউটিউব চ্যানেলে প্রদর্শনীর প্রথম পর্ব শুরু হবে ২৮ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২ মার্চ ২০২১, উভয় পর্বই চলবে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত।

জুনিয়ার আর্টিস এবং সিনিয়র আর্টিস এই দুই ক্যাটাগরির প্রদর্শনীতে অংশ নিচ্ছে- বাংলাদেশ, ভারত, ফ্রান্স, শ্লোভাকিয়া, আমেরিকা, জাপান, মেক্সিকো, কোরিয়া, সাউথ আফ্রিকা, ভেনিজুয়েলা, পেরু, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, আর্জেন্টিনা, তুর্কি, তোগো, রোমানিয়া, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শিল্পীরা।

অতিথি হিসেবে থাকবেন শিল্পী মনিরুল ইসলাম, অধ্যাপক মাহমুদুল হক, ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী শহিদ কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং এণ্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক জামাল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং এণ্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেখ আফজাল, ভারতের চিত্রশিল্পী শ্রী যোগেন চৌধুরী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং বিভাগের প্রধান পার্থপ্রতিম দেব, কলকাতা গভঃ কলেজ অব আর্ট এন্ড ক্রাফটের অধ্যাপক শ্রী ছত্রপতি দত্ত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পেইন্টিং বিভাগের অধ্যাপক শ্রী দিলীপ মিত্র, আসামের শ্রী দিলীপ তামলি। জাপানের ফুকুসিমা বিশ্ববিদ্যালয়ের ওয়াতানাবে কোইচি এবং হিরোশি আরাই এবং মেক্সিকোর শিল্পী জর্জ ইসমায়েল রোদরেগুয়েজ।

আখাড়াবাড়ি প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার যোগীপাড়া গ্রামে। প্রতিষ্ঠাতা মো. তরিকত ইসলামের ‘আখড়াবাড়ি’ সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্লাটফর্ম হিসেবে শিল্পের নানা শাখা নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের শিল্পীদের এক প্লাটফর্মে এনে প্রথম বারের মতো আয়োজন করছে অনলাইনে আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী।

আপনার মন্তব্য

আলোচিত