সংবাদ বিজ্ঞপ্তি

২৮ ফেব্রুয়ারি , ২০২১ ১৬:০০

মুজিব শতবর্ষ অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক কমিটির আহবায়ক এনইইউবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আল মেহদী সাদাত চৌধুরীর পরিচালনায় লাইভ অনলাইনে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতায় পর্যায়ক্রমে বিজয়ী হন মো. রাসেল ইসলাম, জাকারিয়া জুবায়ের রাহী, তন্বী দত্ত, মো. জিসান ফারদিন, জুনেদ খান, মো. সাব্বির, আফসানা আবেদীন অরুনী, মো. মহসিন আলী, রাবেয়া আক্তার, সাদিয়া ইসলাম বুশরা।

প্রতিযোগিতার সর্বোচ্চ শেয়ার ও লাইক প্রদান করে বিজয়ী হয়েছেন সানজিদা সুইটি।

অনলাইনে লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, প্রফেসর মো. তানভীর আহমেদ চৌধুরী, রেজিস্ট্রার শাহজাদা আল সাদিকী, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান এবং প্রভাষক মো. শাহদাত হোসেইন পারভেজ।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসব্যাপী মুজিব শতবর্ষ অনলাইন কুইজ প্রতিযোগিতা-২০২১ এর জন্য এইচএসসি ও সদ্য এইইচএসি উত্তীর্ণ বিপুল শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন এবং ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ তারিখ রেজিস্ট্রেশনকারী উক্ত শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কুইজের ফাইনাল অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা সম্পর্কিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে পাওয়া যাবে।    





আপনার মন্তব্য

আলোচিত