সিলেটটুডে ডেস্ক

০২ মার্চ, ২০২১ ১৭:৩৭

সিলেটে সময়ের আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটে দৈনিক সময়ের আলো’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা পরবর্তী নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে কেক কাটেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান সময়ের আলো’র সিলেটের ব্যুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী।

শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সভাপতি এ টি এম শোয়েব, সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, সিলেট সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) এ বি এম আশরাফুল্লাহ তাহের, দক্ষিন সুনামগঞ্জ উপজেলার শিমুরবাক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও যুগান্তরের ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন, সিলেট’র সভাপতি ফয়সল আহমদ বাবলু, একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, সিলেট’র সাধারণ সম্পাদক আবদুল কমির কিম, দৈনিক বনিক বার্তার সিলেটের নিজস্ব প্রতিবেদক দেবাশীষ দেবু, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সিলেটভয়েসের সম্পাদক সৈয়দ রাসেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলীম শাহ।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মিরর’র যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, একাত্তরের কথা’র মফস্বল সম্পাদক আনন্দ সরকার, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট িেবভখাগীয় কমিটির সহ সভাপতি ইউসুফ আলী, দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী মাহমুদ হোসেন, দৈনিক প্রতিদিনের সংবাদের সিলেট জেলা প্রতিনিধি আহমেদ জামিল, দৈনিক আমার সংবাদের সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, ঢাকা পোস্ট’র সিলেট প্রতিনিধি তুহিন আহমদ, সিলেট ভয়েসের নিজস্ব প্রতিবেদক আহমদ ইমরান, দৈনিক আমার সংবাদ সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক এ এস রায়হান, আলোকচিত্রী শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত